শিল্প সাহিত্য

কথার ফুল

– লীলাবতী

তোমাদের কি মনে হয়?
মানুষ কথা রাখবে বলেই,
কথা দেয়?
না না, ভুল ভেবেই বসে আছো,
ওখানে চন্দ্র সুর্যের মতোন,
উদিত আর অস্ত যাওয়ার,
অত কড়া বিধান নেই,
কড়ায় গন্ডায় হিসেব ও নেই।
খেলাচ্ছলে এক গাল হাসি নিয়ে,
তবুও মানুষ কথা দেয়।
কখনো ক্ষোভে,
কখনো মায়ায়,
আবার হঠাৎ হঠাৎ করুনায়।
ওসব জীবনে কথার কথা,
বলে চালাতে পারলেই,
তুমি বডড সুখী।
এক জীবনে মানুষ ,
কতো কথা দেয়,
কতো কথা নেয়,
কে তার হিসেবে বসে?
কথার ফুল ফুটিয়ে,
উধাও হয়ে যায় মালী।
তবুও সন্ধামালতী হয়ে,
রোজ সন্ধ্যায় ফোটে,
কথাদের ফুল,
গোধুলির ম্লান আলোয়,
তাদের দেখা মেলে কদাচিৎ,
রাত্রি তাদের লুকিয়ে ফেলে,
গহীন কোনো অন্ধকারে।
এই ধরোনা আমার ও তো,
কথা দেয়া ছিলো,
নৌকায় একটা বাসর হবে,
শিউলির গন্ধে রাত কাটবে,
কস্ট শেষে শিশু আসবে,
তার কানেও মধুর ধ্বনি,
আযান আর ইকামাত হবে।

২০/০৮/২০২১