চলমান সংবাদ

ময়লা ফেলাকে কেন্দ্র করে চট্টগ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নগরীতে তুচ্ছ ঘটনার জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাসার সামনে ময়লা ফেলা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল মালেক (৭০) মতিঝর্ণা এলাকার পাঁচ নম্বর কলোনির বাসিন্দা। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আনু বেগম (৪০) ও তৈয়বিয়া (২৬) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে তৈয়বিয়া সোমবার দুপরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, বাসার সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশি আবদুল্লাহ ও পরিবারের সদস্যদের সঙ্গে মালেকের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আবদুল্লাহ (৩৫) তাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। আহত মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ছেলে কামাল হোসেন ৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আবদুল্লাহ পলাতক রয়েছে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনু বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এরপর ডবলমুরিং থেকে গ্রেপ্তার করা হয় তৈয়বিয়া নামে আরেক নারীকে। তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়। এর মধ্যে তৈয়রিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের কারাগারে প্রেরণ করেন আদালত। স্থানীয়রা জানিয়েছেন, মাদকাসক্ত আলাউদ্দিন একজন কসাই। বৃদ্ধ মালেকের বাসার সামনে রাতে ময়লা ফেলায়, এর প্রতিবাদ করেন ওই বৃদ্ধ। এতেই ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে বৃদ্ধ মালেককে পিটিয়ে হত্যা করেন আলাদ্দিন।
# ২৩.০৮.২০২১ চট্টগ্রাম #