শিল্প সাহিত্য

কমরেড মুছা

– নাজিমুদ্দীন শ্যামল

তিনি মাথার চুলে শুভ্রতা মিশিয়েছেন,
অন্য পথে হেঁটে চলেছেন একটা জীবন।
ওপার থেকে শিস দিয়ে ডাক দেন আমায়
আমরা কি কেউ শুনতে পাই?

কমরেড মুছা হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখেন,
চেনা মানুষের সাথে কথা বলেন পথে পথে;
নতুন মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে
স্নান করেন অমল জোছনায়।

যারা তার সাথে হাঁটতেন একদা;
তাদের গাড়ি কাদা ছিটিয়ে চলে যায়।
যাদের তিনি বলতেন, দিন বদলাবে একদিন
তারা বদলে গেছেন অবলীলায়।

অথচ আমাদের মুছা ভাইয়ের স্বপ্নের সাথে
সফেদ রাস্তা ধরে হাঁটছেন তো হাঁটছেন।
আমি বা আমরা ক্রমশঃ পেছনে পড়ছি প্রতিদিন;
কাউকে না বললেও মুছা ভাই তা জানেন।

নাজিমুদ্দীন শ্যামল, কবি ও সাংবাদিক