চলমান সংবাদ

সিআরবি রক্ষায় রং তুলিতে প্রতিবাদ

‘সিআরবি রক্ষায় রং তুলিতে হোক প্রতিবাদ’ এ আহবানে আজ ২২ আগস্ট বিকালে সিআরবি সাত রাস্তার মোড়ে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের ছবি আঁকার কর্মসূচী। ‘ঐকতান’ সিআরবি রক্ষার আন্দোলনের সাথে সংহতি জানাতে এ কর্মসূচীর আয়োজন করে।কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক জাহেদ আলী চৌধুরী যুবরাজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,” ভবিষ্যত নাগরিক শিশু কিশোররা রং তুলিতে আজ ফুটিয়ে তুলছে সিআরবির প্রতি ভালোবাসা,সিআরবি রক্ষার আকুতি,সিআরবি ধ্বংসের চক্রান্তকারীদের প্রতি ঘৃণা।এ শিশু কিশোররা থাকতে কোন অপশক্তির সাধ্য নেই সিআরবিকে মানুষ থেকে কেড়ে নেওয়ার!” কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন চিত্রশিল্পী গৌতম পাল,চবি চারুকলার শিক্ষক জিহান করিম,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা।পরিচালনা করেন ঐকতান সংগঠক দীপা মজুমদার।শিশু কিশোররা রং তুলিতে সিআরবির নৈসর্গিক সৌন্দর্য্য, বৃক্ষরাজি, হাসপাতাল নির্মাণকারীদের বর্জন,সিআরবি রক্ষার মিছিলসহ তাদের প্রাণের আকুতি তুলে ধরে।
# ২২.০৮.২০২১ চট্টগ্রাম #