চলমান সংবাদ

শ্র্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নগরীতে শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি চাকু ও চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২৩০ টাকা। নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার বিকেলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. ইকবাল (৫২), গিয়াস উদ্দিন (৩০), মো. কায়ছার (৩১), আবুল কাসেম (৩১), মো. উদয়ন মজুমদার (৩৫)। তারা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলো। আশেপাশের বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন জোর করে থামিয়ে এবং ভাসমান ব্যবাসয়ীদের কাছ থেকে স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে তারা এটি করে আসছিলো। অভিযোগ পেয়ে তাদের বাকলিয়া এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

# ২২.০৮.২০২১ চট্টগ্রাম #