শিল্প সাহিত্য

দুর্দিন

– খুকু আহমেদ।

এসবের মানে কী, তা জানা নেই কারো
কেন এই আসা আর কেনই বা যাওয়া!
সবকিছু বুকে চেপে পৃথিবী দুর্বোধ্য
জানি না কেমন আছে অন্য জ্যোতিষ্করা;
ওখানেও কী মানুষ আছে ? ভালোবাসা, স্বপ্ন,
ক্ষুধাতৃষ্ণা, লোভ – মনে জাগে অহরহ?

সুখদুঃখ মুহূর্তেই, শাদা ডানা মেলে
কোথায় কোথায় উড়ে যেতে মানা নেই!
এমন মায়াপ্রপঞ্চ বুনে ঝিঁকা মারা
আছে কী মঙ্গলে! চাকা হাতে জাহাজের
সুকানির মতো, করে নতুন সিসৃক্ষা-
সিমন্তিনী পৃথিবীতে শাদা পাল তুলে!

ছকে বাঁধা আয়ুষ্কাল পোষিত জীবাণু
এসে খেয়ে যায়, প্রিয় শ্বাস আটকে রাখে;
ফুসফুস ঝামার মত, রিফুতে সারে না।
কারা দেবে চ্যবনপ্রাশ মারির দুর্দিনে?