চলমান সংবাদ

প্রকৃতির বৈরিতা উপেক্ষা করেই সিআরবিতে নাগরিক সমাজ, চট্টগ্রামের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠান শুরুর আগে থেকেই বৃষ্টির উৎপাত। থামছেই না। এর মধ্যেই শুরু হলো প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। কখনো গান, কখনো আবৃত্তি। কেউ ছাতা মাথায়, কেউ আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে একাত্মতা ঘোষণা করেছেন নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সিআরবি রক্ষা আন্দোলনের আজ সোমবারের (১৬ আগস্ট) কর্মসূচিতে। পরে নাগরিক সমাজের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন বিশিষ্ট আইনজীবি নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। এসময় উপস্থিত ছিলেন, নাগরিক সমাজ, চট্টগ্রামের কো চেয়ারম্যান রাজনীতিক ও সংস্কৃতি সংগঠক মফিজুর রহমান, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, কবি আফম মোদাচ্ছের আলী, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন,বশির উল্লাহ লিটন প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শামসুল হায়দার তুষার, শিল্পী রনি দাশ, আবৃত্তি পরিবেশন করেন শিল্পী দীপা দাশ, শিল্পী পুনম দত্ত, শিল্পী রোকসানা আফরিন, শিল্পী হামিদ উদ্দিন প্রমুখ। পরে অঅগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন সদস্য সচিব এডভোকেট এব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৯ আগস্ট গণস্বাক্ষর অনুষ্ঠান, ২০ আগস্ট সিআরবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৭ তম ব্যাচ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংহতি প্রকাশ ও সমাবেশ, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সংহতি প্রকাশ, ২৩ আগস্ট ছাত্র সমাবেশ, ২৫ আগস্ট যুব সমাবেশ, ২৭ আগস্ট কবি, ছড়াকার ও লেখক সমাবেশ, ২৯ আগস্ট নারী সমাবেশ এবং ৩১ আগস্ট শিল্পী সমাবেশ। এরই মাঝে প্রতিদিনকার অনুষ্ঠান বিকেল চারটা থেকে চলমান থাকবে। # ১৬.০৮.২০২১ চট্টগ্রাম #