শিল্প সাহিত্য

বামের পথ

– নাজিমুদ্দীন শ্যামল

বামদিকটা সামলে রেখো।
বামে চললে সাবধানে যেও।
ডানে যখন সবাই চলে
বাম দিক তাই অন্য পথ।

দেহের বামে হৃদয় থাকে,
হৃদয় জুড়ে ভালবাসা জীবন বায়ু।
হারিয়ে গেলে ভীষণ ফাঁকা,
বিকল হলে আরো বিপদ।

বামে জামার পকেট থাকে
টাকা-পয়সা ঘটেপারাণি পকেট ভরে
রেখে দিও। ভেবে চিন্তে ধৈর্য ধরে
বাম দিকটা সামাল দিও।

বামে হাঁটলে ইটের রাস্তা
যেতে যেতে পায়ের পাতা লাল হবে,
ডানে গেলে পিচ ঢালা পথ
এক পলকে সোনার শহর পৌঁছে যাবে।

বামের পথে দীঘল যাত্রা।
ডানে কিন্তু স্বল্প পথ, ঘুমিয়ে তুমি
যেতে পারবে। ভেবেচিন্তে ঠিক করে নাও
তুমি বন্ধু কোন দিকে যাবে।

 

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক