চলমান সংবাদ

করোনা মোকাবেলায় ছাত্র ইউনিয়ন, বন্দর থানার মাস্ক বিতরণ কর্মসুচি

করোনা ভাইরাস সংক্রমণ রোধে নগরীর নিউমুরিং এলাকায় মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বন্দর থানা সংসদ। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, বন্দর থানা সংসদের সাধারণ সম্পাদক মোঃ জীবন, সহ সভাপতি তপু বড়ুয়া, সহ -সাধারণ সম্পাদক প্রশান্ত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, শাকিল হাসান, আবদুল্লাহ খলিল প্রমুখ। এসময় ছাত্র ইউনিয়ন, বন্দর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ জীবন বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এখনো ছড়িয়ে পড়েছে এলাকায়, এলাকায়। মানুষ এখন মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে আছেন। সামর্থ্যবানরা নিজেদের সুরক্ষা রাখতে পারলেও, নিম্ন আয়ের অসহায় মানুষরা তা পারেন না। এসময় তিনি সরকারের লকডাউন শিথিল করার বিরোধিতা করে বলেন দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় এনে তারপর লকডাউন শিথিল করা উচিত ছিলো সরকারের। আগামী এক সপ্তাহ তাদের এই মাস্ক বিতরণ কর্মসূচি চলবে বলে তিনি জানান।

# ১১ অক্টোবর ২০২১, প্রেস বিজ্ঞপ্তি #