চলমান সংবাদ

সিআরবিতে হাসপাতাল ও স্থাপনা নির্মাণ থেকে সরে না এলে চট্টগ্রামে আগুন জ্বলবে

– নগরীতে সিআরবি রক্ষা মঞ্চের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সিআরবিতে হাসপাতাল স্থাপনে ইউনাইটেডের সাথে রেলের সম্পাদিত অবৈধ চুক্তি বাতিল করার দাবিতে আজ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিআরবি রক্ষা মঞ্চ।বিক্ষোভ মিছিলের পর আজ বিকাল ৪ টায় কাজীরদেউড়ী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন,”সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে গণআন্দোলনে ভীত হয়ে রেল কর্তৃপক্ষ,ইউনাইটেড ও এ প্রকল্পের সুবিধাভোগীরা বোধবুদ্ধিহীন ও মরিয়া হয়ে উঠেছে ।বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে হাসপাতালের নামকরণ প্রস্তাব তারই নমুনা।আমরা স্পষ্ট বলতে চাই,চট্টগ্রামবাসীর গণরায় হলো,সিআরবিতে কোনো অবস্থাতেই কোন হাসপাতাল ও স্থাপনা নির্মাণ করা যাবেনা।অবিলম্বে এ চুক্তি বাতিল না করলে চট্টগ্রামে আগুন জ্বলবে।“ মিছিলটি সিআরবি থেকে শুরু হয়ে শহীদ আবদুর রব কলোনী, গোয়ালপাড়া, এনায়েতবাজার, কাজীরদেউরী হয়ে আবার সিআরবিতে এসে শেষ হয়।সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিবিদ রাজা মিঞা,রেল শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খান,চ.বি শিক্ষক অধ্যাপক আমিরউদ্দিন,শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম,রাজনীতিবিদ হাসান মারুফ রুমী, আমির আব্বাস তাপু,অপু দাশগুপ্ত, মহিনউদ্দিন,শফি উদ্দিন কবির আবিদ, আসমা আক্তার, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, এডভোকেট বিশুময় দেব,আল কাদেরী জয়, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,এস.এম নুরুল ইসলাম,সংগঠক ফরহাদ জামান জনি, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,শ্রমিক নেতা শান্তনু দাশ,নাসির জোশি,ইসতিহাদ শিপন প্রমুখ। সমাবেশ থেকে আগামীকাল চেরাগী মোড়ে সমাবেশ,১৩ আগস্ট সিআরবি থেকে সন্ধ্যা ৬ টায় মশালমিছিলসহ সপ্তাহব্যাপী সমাবেশ,ম্যারাথন,মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়।

# ১১.০৮.২০২১ চট্টগ্রাম #