শিল্প সাহিত্য

নদীর নাম বাংলাদেশ

– নাজিমুদ্দীন শ্যামল

আমাদের গ্রামের ধানখোলাগুলো সব তছনছ করে
সারি সারি মিলিটারি এলো। হেমন্তের তন্বী
রোদের নরোম শরীর খাবলে রক্তাক্ত করলো,
শান্তির হাটে ক্যাম্প বসিয়ে বুড়ো বটগাছটার
নিচে জমালো ভূতের আসর।

অথচ, গ্রাম জুড়ে ছিলো না কোন উঠন্ত বয়সের যুবা,
কেবল বুড়ো কিষাণ-কিষাণী আর
তাহাদের কিশোরী কন্যাদের কিচির মিচির
হেমন্তের দিনগুলোকে কনে দেখা আলোয়
উদ্ভাসিত করেছিলো।

রাত নামলেই ভূত নামতো গ্রামে,
আর ভূতের ভয়ে সব কিশোরী কন্যারা
খড়ের কুইজ্জায় লুকিয়ে যেতো।
তবুওতো তাহাদের যোনিপথে বয়ে গেছে
অলৌকিক রক্তের নদী সেই হেমন্তে।

এই নদীর নাম আমরা দিয়েছিলাম স্বাধীনতা,
এখন যাকে বাংলাদেশ বলে চেনে সকলেই।

 

কুইজ্জা : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় খড়ের গাদাকে বলা হয়।

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক, সাবেক সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন