চলমান সংবাদ

পাহাড়ে তুলে নিয়ে পোশাককর্মীকে ধর্ষণের চেষ্টা, বখাটে গ্রেপ্তার

নগরীতে এক পোশাক শ্রমিককে নির্জন পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মুরাদ হোসেন (৩৩) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) সকালে বায়েজীদ এলাকার ফৌজি ফ্লাওয়ার মিল সংলগ্ন পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সাড়ে ১১টায় তল্লাশি শুরু করে পুলিশের তিনটি মোবাইল টিম। রাত আড়াইটায় উদ্ধার হয় ভিকটিম পোশাককর্মী। গ্রেপ্তার মুরাদ হোসেন নগরীর কুলগাঁও মাইজপাড়ার আলী আহম্মদের বাড়ির সাবের আহম্মদের ছেলে। পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সী ওই পোশাক শ্রমিক নগরীর বালুচড়া এলাকার লয়েল টেক্স গার্মেন্টসে কাজ করে। চাকরি থেকে কাজ সেরে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ইরফান নামে এক সহকর্মীর সাথে বাসা খুঁজতে জালালবাদ এলাকায় যায়। রেললাইনে হাঁটার সময় মুরাদসহ কয়েকজন তাদের পথরোধ করে ইরফানকে মারধর করে। একপর্যায়ে ওই তরুণীকে মুখচেপে টেনে নিয়ে পাশের পাহাড়ের আড়ালে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ভিকটিম জীবন-মরণ চেষ্টা করে ধর্ষকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আসামিকে ধাক্কা মেরে ফেলে পাহাড়ের মধ্যে অন্ধকারে লুকিয়ে যায়। বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, নারী পোশাক কর্মীর সহকর্মী আহত হয়েও দৌঁড়ে পালিয়ে প্রধান সড়কে পৌঁছান। তিনি পুলিশের মোবাইল টিমকে জানালে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ। দুটো টিমকে ঘটনাস্থলে পাঠাই। রাত ১২টার আগে শুরু হওয়া অভিযানের এক পর্যায়ে রাত আড়াইটায় মেয়েটি পুলিশের উপস্থিতি নিশ্চিত হয়ে জঙ্গল থেকে বের হয়ে আসেন। আরও দুই ঘন্টা পর গহিন পাহাড়ে তল্লাশি চালিয়ে পাওয়া যায় মুরাদকে। মুরাদ পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের নিয়মিত উত্যক্ত করতো। স্থানীয় বাসিন্দা হওয়ায় ভিকটিমরা কেউ থানায় অভিযোগ দেওয়ার সাহস পেতো না। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।
# ০৬.০৮.২০২১ চট্টগ্রাম #