চলমান সংবাদ

চট্টগ্রামে বিনামূল্যে মিলবে আইসিইউ অ্যাম্বুলেন্স

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী আনা-নেয়ায় বিনা মূল্যে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) অ্যাম্বুলেন্স দিচ্ছে পুলিশ। ফোন করলেই বাসা থেকে হাসপাতালে পৌঁছে দেবে এই অ্যাম্বুলেন্স। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং মডেল থানার উদ্যোগে শনিবার থেকে চালু হয়েছে এ সেবা। আইসিইউ অ্যাম্বুলেন্সটি দিয়েছে লায়ন ক্লাব অফ ব্লু স্কাই এবং লায়ন ক্লাব অফ চট্টগ্রাম সিটি। এর আগে একটি অ্যাম্বুলেন্স ও পাঁচটি সিএনজি নিয়ে বিনা মূল্যে রোগী পরিবহন সেবা চালু করেছিল থানাটি। এর সঙ্গে এখন যুক্ত হচ্ছে আইসিইউ অ্যাম্বুলেন্স ও চারটি সিএনজি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বিনা মূল্যে রোগী পরিবহনসেবায় আজ যুক্ত হয়েছে আরও একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ও চারটি অটোরিকশা। এ নিয়ে আমাদের এই সেবায় নিয়োজিত হলো দুটি অ্যাম্বুলেন্স ও ৯টি অটোরিকশা। ‘০১৩২০-০৫২৭৪৯ মোবাইল নম্বরে ফোন করলে বিনা মূল্যে বাসা থেকে এসব গাড়ি রোগীকে হাসপাতালে নিয়ে যাবে। আবার হাসপাতাল থেকে বাসায়ও পৌঁছে দেবে।’ # ৩১.০৭.২০২১ চট্টগ্রাম #