চলমান সংবাদ

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই

গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর নেই। আজ রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত ১৫ জুলাই থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহন করেন। এদেশের গণ সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে তিনি অসামান্য ভূমিকা রাখেন।এছাড়া দেশীয় পপ সঙ্গীতেও তার রয়েছে ব্যাপক অবদান। তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠীরও প্রতিষ্ঠাতা। তাঁর ‘ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে’ এবং ‘নাম তার ছিল জন হেনরি’ এর মত বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

# ২৩ রহতজজাই ২০২১, প্রগতির যাত্রী ডেস্ক #