শিল্প সাহিত্য

সভ্যতার চারুকলা

-আলী সিদ্দিকী

তুমি বলো সমুদ্র গলে গিয়ে তুমুল পাহাড়
জলের সারল্যে মরুভূমি
আলাপের কত যে ধরণ সাজে ফাঁকতালে
জনশ্রুতি ঋতুকল্পে গড়ে পলির মনোভূমি।

চৌকাঠ তুলে রাখছে চলমান সময়ের ছবি
বাতাসে যদিও নেই ক্লিক শব্দ
কার্নিশের চড়ুইবাড়িতে দিনরাত হট্টগোল
সংলাপ সুতোয় নাচো তুমি উন্মাদ আবদ্ধ।

বলো বদলে গিয়ে আকাশ মন মহাশূন্যতা
ধুলোকণা লেখে নিগ্রহ ইতিহাস
নৈ:শব্দ্য স্বপ্নভঙ্গের নির্ঝর ধারাপাত লেখে
জলতরঙ্গ সাঁতরে পেরোয় বিমূর্ত অভিলাষ।

তুমি বলো পাল্টে গিয়ে কালধারায় উল্লম্ফন
সুষম হয়ে উঠবে হ্রদয়ের কাব্যকলা
রকেট মিশাইল আর ট্যাংক সভ্যতা দৃঢ়মূল
রক্ত ক্ষুধা আর মৃত্যুই তো সভ্যতার চারুকলা।

জুন ২৭, ২০২১