চলমান সংবাদ

গাজীপুরে রেজিস্ট্রেশন ছাড়াই রোববার থেকে টিকা পাবেন শ্রমিকেরা

এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। এর জন্য সবার আগে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তিনি আরও জানান, রোববার থেকে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের টিকা দেওয়া শুরু করা হচ্ছে।

এদিকে গাজীপুরে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ও নতুন করে আরও ১৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৯২ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজীপুর থেকে ৪৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে ৩৮০ জনের নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ১৬ জুন পর্যন্ত গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ২৮২ জন। আজ দেওয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ৮ জন, কাপাসিয়ায় ২২ জন ও গাজীপুর সদরে ৯১ জন।

সূত্র আরও জানায়, গাজীপুরে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছে ২৯২ জন। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরে ১ হাজার ৬৯২ জন, কাপাসিয়ায় ১ হাজার ৬৫ জন, শ্রীপুরে ১ হাজার ৮৫৯ জন ও গাজীপুর সদরে ৯ হাজার ৭৫০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৯৭ জন। গাজীপুর থেকে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৮ হাজার ২৫৯ জনের।

# ১৭ জুলাই ২০২১, প্রগতির যাত্রী #