শিল্প সাহিত্য

নীরবে নিরবতা

– কাকলী সরকার

সীমান্ত বলতে কিছু বোধ হয় আছে,
তবে সীমানাটা নিজের করে নিতে হয়;
কোন শর্ত থাকে না ভালবাসার সাথে
ভাললাগার বিষয়গুলো বুঝে ওঠা যায় না।

“একবারই এসেছিল নীরবে” সে মধ্য রাতে,
চারিদিকে ঝড়বৃষ্টি খুলেছে নয়ন নয়নে,
স্পর্শের ছোঁয়া মেখে নৌকা ভাসায়,
আকাশের দিকে চোখ প্রাচীর বেয়ে উঠে যায়।

সবকটা সূত্রই মিলেমিশে একাকার
বিষন্নতা নেই জালের ভিতরে আজ
প্রাচীন মণিময় কিছু অক্ষর আছে
তার সাথে ভিতর বন্দরে উপদেশাবলী।

দমকা হাওয়ায় উড়ছে খেলাঘর;
অচেনা কেউ না,তারা জানে
সীমান্ত এখন আর সীমানা খোঁজে না
তাই আমাদের কথা শেষ হবেনা।