শিল্প সাহিত্য

আয়শা ঝর্নার কবিতা

১. নিয়ম
সবকিছু ঝরে যায়
সৌন্দর্য প্রেম ভালোবাসা,
জন্ম হয় মৃত্যুর জন্য।

সুন্দর চোখেও ছানি পড়ে
কুচকে যায় সে সতেজ ত্বক,

একটা সকাল হয়
সন্ধ্যাটা নামবে বলে
ফুল ফোটে ঝরে যাবে বলে,

নিয়তির কাছে তুমি বাঁধা
জীবন একটা নদী
বয়ে চলে সাগরে মিলবে বলে।

২.কবর
কবরের নিঃস্তব্ধতা এই চরাচরে
মৃতের জন্য নেই ক্রন্দন
গোরখোদকেরা ক্লান্ত, স্তব্ধ।
বাকহারা মানুষ তাদের
ভাষা নেই কবরে শায়িত।

৩.পেইন্টিং
মার্ক শ্যাগাল ম্যান্ডোলিন বাজায়
তাতে ভ্যানগগের আপত্তি
তার বহুমেশা প্রেমিকাকে
কান কেটে পাঠিয়েছে,

তামাটে রঙের হাইতির নগ্ন
সুন্দরীরা মাথায় হলুদ ফুল
শয়ান বক্রভঙিতে ডাকে
সকল অজর প্রেমিককে।

মাতিস আঁকেন ক্যাথিড্রাল
শান্ত সমাহিত মেরীমুখ,
পিকাসো আঁকছে কিউবিক ফর্মে
ভাঙাচোরা পৃথিবীর মুখ।

সুলতান আঁকে ফলভারানত
বলশালী নারী, এসব ছবির গল্প
দেখতে দেখতে জীবনটা এক গল্প
হয়ে পেইন্টিং এ রং ছড়ায়।

(আয়শা ঝর্না: নব্বই দশকের কবি, অনুবাদক, প্রাবন্ধিক, ইংংরেজী সাহিত্যে স্নাতকোত্তর, এম.এড, ঢাকা বিশ্ববিদ্যালয়।)