চলমান সংবাদ

লকডাউনের মধ্যেও জরুরি পরিষেবার আওতায় দ্রব্য পরিবহনের আড়ালে ইয়াবা-গাঁজা পাচার, গ্রেপ্তার ৫

 কঠোর লকডাউনের মধ্যেও জরুরি পরিষেবার আওতায় হাই ভোল্টেজ ক্যাবল (বৈদ্যুতিক তার) ও মাছ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে একটি ট্রাক ও কভার্ড ভ্যান জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের সীতাকুন্ড ও শিকলবাহা ক্রসিং এলাকায় দুই অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলী হোসেন (২৮), বেলাল (৩০), মো. জাহিদ (২০), জাহাঙ্গীর (২২) ও আজিজুল হক (২৫)। র‌্যাব জানায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে জরুরি ও রপ্তানিযোগ্য পণ্য বহন ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় মাদক পাচারের কৌশল হিসেবে জরুরি পরিষেবার গাড়িগুলো বেছে নিয়েছে মাদক কারবারিরা। গোপন তথ্যে খবর পেয়ে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি উত্তর বাজারে ঢাকা-চট্টগাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-৭’র একটি দল। হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা চেকপোস্টে সেটি থামানোর সংকেত দেয়। এসময় ট্রাক থামিয়ে চালক আলী, সহকারী বেলাল ও জাহিদ পালানোর চেষ্টা করলে তাদের ধরা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ট্রাকের পেছনে বিশেষ কৌশলে রাখা গাঁজার প্যাকেটগুলো বের করে দেয়। এদিকে সকালে জরুরি পরিবহনের আওতায় মাছ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারকালে আনুমানিক ২ কোটি টাকার ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা চেকপোস্টে কক্সাবাজার থেকে ঢাকার দিয়ে যাওয়া মাছ পরিবহনকারী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো কাভার্ডভ্যানের (চট্টমেট্টো-ট-১১-৪৩৭১) চালকের আসনের নিচে লুকানো অবস্থায় ছিল। এ ঘটনায় কভার্ডভ্যান চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে কাভার্ডভ্যানের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। দুই ঘটনায় সীতাকুন্ড ও কর্ণফুলী থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।

# ০৮.০৭.২০২১ চট্টগ্রাম #