চলমান সংবাদ

হেফাজতে ইসলাম: ছাত্ররা যাতে ‘লাইনচ্যুত’ না হয় সেজন্য মাদ্রাসা খোলার তাগিদ দিচ্ছেন জুনায়েদ বাবুনগরী

কওমি মাদ্রাসা, বাংলাদেশ।

বাংলাদেশে কওমি মাদ্রাসার একটি শ্রেণিকক্ষ (ফাইল ফটো)।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারির মধ্যে দীর্ঘদিন ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কওমি মাদ্রাসার পরিচালকরা দুশ্চিন্তায় পড়েছেন।

বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বলছেন, অলস সময় কাটাতে গিয়ে ছাত্ররা ‘লাইনচ্যুত’ হয়ে যেতে পারে।

”বর্তমান হচ্ছে, ইন্টারনেটের যুগ, বাচ্চারা সময় পার করার জন্য অন্য মাধ্যম খুঁজে নিচ্ছে,” বলেন মাদ্রাসা শিক্ষক মোছাম্মাত কামরুন্নাহার।

কওমি মাদ্রাসা যেহেতু অনেকাংশে আবাসিক, ছাত্র-ছাত্রীদের ভাল-মন্দ নিয়েও চিন্তিত হয়ে পড়ছেন অনেক শিক্ষক, যারা নিজেদেরকে অভিভাবকও মনে করেন।

”কওমি মাদ্রাসায় অনেক গরীব, এতিম ছাত্র আছে, তাদের সবকিছু দেখাশুনা করা হয় মাদ্রাসায়, ” বলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক আশরাফ আলী নিজামপুরী।

জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা। (ফাইল ফটো

জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা। (ফাইল ফটো)

সরকারের সাথে দেন-দরবার

এরকম বিভিন্ন যুক্তি নিয়ে মাদ্রাসা খুলে দেয়ার জন্য সরকারের সাথে দেন-দরবার শুরু করেছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

হেফাজতের আমীর জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নুরুল ইসলাম জেহাদী এ ব্যাপারে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান যতদিন বন্ধ থাকবে, ততদিন মাদ্রাসাও বন্ধ থাকবে।

সূত্রঃ বিবিসি বাংলা