চলমান সংবাদ

করোনায় মারা গেলেন খ্যাতিমান গীতিকার ফজল-এ-খোদা

গীতিকার ফজল-এ-খোদা (ফাইল ছবি)

আজ ৪ জুলাই ২০২১ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন গীতিকার ফজল-এ-খোদা। যিনি ‘সালাম সালাম হাজার সালাম’সহ অনেক দেশাত্মবোধক গান রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর। রায়ের বাজার কবরস্থানে তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার সঙ্গে ডায়াবেটিসে ভুগছিলেন ফজল-এ-খোদা। সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ।

গীতিকার ফজল-এ-খোদার জন্ম ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে। ১৯৬৩ সালে তিনি বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৪ সালে তালিকাভুক্ত হন বিটিভির গীতিকার হিসেবে। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করা ফজল-এ-খোদা পরবর্তীতে দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে জনপ্রিয়তা অর্জন করেন।

বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম গানটি’ রয়েছে ১২তম স্থানে। কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের গাওয়া এই গানটি ১৯৭১ সালে স্বাধীনতাকামী বাংলার মানুষকে উজ্জীবিত করেছিল।

গীতিকার ফজল-এ-খোদার কালজয়ী অন্যান্য গানের এর মধ্যে উল্লেখযোগ্য— ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’।

# ৪ জুলাই ২০২১, প্রগতির যাত্রী ডেস্ক #