চলমান সংবাদ

চুরি করা লাখ টাকার আইফোন ১৫ হাজার টাকায় বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

প্রায় লাখ টাকার আইফোন মাত্র ১৫ হাজার টাকায় বিক্রির বিজ্ঞাপন। ফেসবুকে ‘সিটিজ সেল বাজার’ নামে একটি গ্রুপ থেকে এই বিজ্ঞাপনটি দেয়া হয়। এত কমে আইফোন পাওয়া যাবে দেখে দ্বিতীয়বার আর চিন্তা করেননি চট্টগ্রাম নগরের বাসিন্দা সাইফুল আনোয়ার। ‘বিক্রেতা’র সঙ্গে যোগাযোগ করার পর দেখা করতে যান আগ্রাবাদ জাম্বুরি মাঠে। দেখা করে তাকে ১৫ হাজার টাকাও দেন। কিন্তু বিক্রেতা তাকে আইফোন দেননি, তার বদলে দুই-তিনটা চড় থাপ্পড় ও চার-পাঁচটা কিল ঘুষি দিয়ে পাঠিয়ে দেয়। ঘটনাটি চলতি বছরের ২১ এপ্রিল সন্ধ্যার। এরপর ভুক্তভোগী সাইফুল আনোয়ার ডবলমুরিং থানায় অভিযোগ করেন। তারপর ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্বস্তায় আইফোন বিক্রির প্রলোভন দেখিয়ে এভাবে আরও অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে এই চক্রটি। বিজ্ঞাপনের দেয়া আইফোনটিও ছিল চুরি করা। বৃহস্পতিবার ডবলমুরিং থানা পুলিশ চুরি করা আইফোনটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। দ্রুত সময়ের মধ্যে ওই প্রতারক চক্রকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর কৌশলে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মোহাম্মদ সাকির, জিয়াউর রহমান, মোহাম্মদ আলী। প্রতারণা করে আদায় করা টাকা উদ্ধার করে প্রতারণা শিকার ব্যক্তিকে ফেরত দেয়া হয়েছে। পরবর্তীতে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া আইফোনটি উদ্ধার করে ফোনের প্রকৃত মালিককে সেটি ফিরিয়ে দেয়া হয়েছে। যে আইফোনটি বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়েছিল, সেটি চুরি করা। গত ২২ ফেব্রুয়ারি দেওয়ানহাট এলাকায় একটি বাসে মাইনুল ইসলাম নামে এক তরুণের কাছ থেকে ফোনটি চুরি হয়ে যায়। ওসি মহসীন বলেন, ‘ফেসবুকে অস্বাভাবিক কম দামে কিছু বিক্রির বিজ্ঞাপন পেলেই অতি উৎসাহী হওয়া যাবে না। এটা নিশ্চিতভাবেই প্রতারণার ফাঁদ। কিন্তু অনেকেই বোধ হারিয়ে ফেলেন। সাইফুল আনোয়ারের মতো আরও অনেকের কাছ থেকেই এই চক্রটি এভাবে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে চক্রের গ্রেপ্তারকৃত সদসস্যরা। এই মামলার গ্রেপ্তারকৃতদের গত ২৩ এপ্রিল আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক তাদের পাঠান কারাগারে।
# ০১.০৭.২০২১ চট্টগ্রাম #