চলমান সংবাদ

চট্টগ্রামে যুক্ত হলো আরো ৫টি আইসিইউ বেড

চট্টগ্রামের চিকিৎসা সেবায় যুক্ত হলো আরো ৫টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড। ১ জুলাই বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস(বিআইটিআইডি)-তে চালু করা হয়েছে এই ৫টি আইসিইউ বেড। এই নিয়ে চট্টগ্রামে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট আইসিইউ বেডের সংখ্যা দাঁড়ালো মোট ১২৩টি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১১০টি আইসিইউ বেড ছিল। গত ৪ এপ্রিল জেনারেল হাসপাতালে আরো ৮টি আইসিইউ বেড চালু করা হয়। বর্তমানে হাসপাতালটিতে ১৮টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। গতকাল বিআইটিআইডি-তে চালু করা হলো ৫টি আইসিইউ বেড। চট্টগ্রাম বিভাগীয়  স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার বলেন, বিআইটিআইডি-তে ৫টি আইসিইউ বেড চালু করা হয়েছে। প্রাথমিক ভাবে ভেন্টিলেটর সুবিধা ছাড়াই প্রতিষ্ঠানটিতে এই সেবা চালুু করা হয়েছে। দ্রুত সময়ে ভেন্টিলেটর যুক্ত করা হবে। বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ও করোনা টিমের ফোকাল পারসন ডা. মামুনুর রশীদ বলেন, আইসিইউ বেড না থাকায় সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিতে হয়। আজ (১ জুলাই) থেকে প্রাথমিকভাবে আইসিইউ সুবিধা চালু করা হয়েছে। তবে এখনও ভেন্টিলেটর বসানো হয়নি। মূলত হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে রোগীদের অক্সিজেন সুবিধা দেওয়া হবে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন রয়েছে। অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ চলছে। প্লান্ট হলেই অক্সিজেন সরবরাহ নিয়েও কোনো সমস্যা থাকবে না।

# ০১.০৭.২০২১/চট্টগ্রাম#