চলমান সংবাদ

নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে নারীরা

-দুই নারী কারাগারে

 চট্টগ্রামে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছে নারীদের একটি চক্র। নগরীর এশিয়ান হাইওয়ে রোড, অক্সিজেন, বায়েজিদ বোস্তামি,শেরশাহ কলোনি, বাংলাবাজার,পলিটেকনিক ইন্সটিটিউট এলাকাসহ বিভিন্ন এলাকায় এই নারী চক্রটি সক্রিয় হয়ে উঠেছে বলে আইনশৃক্সখলা বাহিনীর কাছে অভিযোগ এসেছে। এই নারী চক্রের সদস্যদের চাঁদাবাজি নৈরাজ্যে এলাকার ক্ষুদ্র, ভাসমান ব্যবসায়ী ও ছোট পরিবহন চালকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এই নারীদেরকে নেপথ্যে থেকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সংশ্লিষ্ট এলাকার চিহ্নিত চাঁদাবাজরা। আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিরব চাঁদাবাজির জন্য মূলত এসব নারীদেরকে ব্যবহার করছে চাঁদাবাজরা। এমন অভিযোগে গত ২৮ জুন রাতে বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে দুই নারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। আটককৃতরা হলেন- বাংলাবাজার এলাকার হায়দার আলীর স্ত্রী ফাতেমা বেগম ও কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার আসাদনগর এলাকার আব্দুল মতিনের স্ত্রী জান্নাত। ২৯ জুন মঙ্গলবার আটককৃতদেরকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৭। এই ব্যাপারে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার বলেন, নারীদের এই চক্রটি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে চক্রটি দীর্ঘদিন ধরে এশিয়ান হাইওয়ে রোডের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পরিবহনের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। অভিযোগ পেয়ে আমাদের টিম অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। তাদের কাছ থেকে চাঁদার ১২০০ টাকাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তাদেরকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, গ্রেফতার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। তারা কয়েকজন মিলে সংশ্লিষ্ট এলাকার ফুটপাতের ব্যবসায়ী, কিছু পরিবহনের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য পরবর্তীতে রিমান্ডের আবেদন জানানো হতে পারে।
# ২৯.০৬.২০২১/চট্টগ্রাম#