চলমান সংবাদ

বেগম সুফিয়া কামালের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মহিলা পরিষদের ভার্চুয়াল আলোচনা সভা

২০ জুন ২০২১ বাংলাদেশ মহিলা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি , নারীমুক্তি, মানবমুক্তি এবং গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি বেগম সুফিয়া কামালের ১১০ তম জন্মবার্ষিকী। মহীয়সী নারী কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আজ ২২ জুন ২০২১ মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা লতিফা কবির। সভাপতি নিজের লেখা বেগম সুফিয়া কামালের জীবনী পাঠ করে শোনান। আলোচনায় বক্তারা বলেন, মহীয়সী নারী কবি সুফিয়া কামাল জীবনব্যাপী সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এক কথায় একজন মানুষের মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে উঠার জন্য যে উপাদান গুলো বিকাশ অপরিহার্য সেই সব অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। কেবল নারী নয়। সকল নিপীড়িত শিশু-কিশোর, সকল শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। এই মহীয়সী নারী আমাদের মুক্তবুদ্ধি মানুষ হবার চেতনা দিয়েছেন, অসাম্প্রদায়িক মানুষ হবার নির্দেশ দিয়েছেন। মানুষকে মানুষ হিসাবে ভাবতে শিখিয়েছেন। এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা স্বাতী পাল। আলোচনায় অংশগ্রহণ করেন- অধ্যাপিকা শেলী দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম, অধ্যাপিকা পূর্বা দাশ, লন্ডন থেকে সুগতা বড়–য়া, নিলুফার জাহান, মদিনা বেগম, এ্যানি দাশ।