চলমান সংবাদ

করোনার টিকা পেতে চট্টগ্রামে প্রবাসীদের কর্মসূচি

দেশের বৈদেশিক মুদ্রা আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসীরা। কিন্তু মহামারি করোনা তাদের ফেলে দিয়েছে কঠিন বিপদে। বিদেশ পাড়ি দিতে হলে তাদের বাধ্যতামূলক ভ্যাকসিন সনদ। আর ভ্যাকসিন সনদের জন্য টিকা। কিন্তু এই টিকা পাচ্ছেন না করোনা পরিস্থিতিতে দেশে ছুটিতে আসা প্রবাসীরা। টিকার জন্য অপেক্ষা করতে করতে কারো পাসপোর্টের মেয়াদ ফুরোচ্ছে, আবার কারো ভিসার। যেতে পারছেন না বিদেশে। এমন পরিস্থিতিতে দেশে ছুটি কাটাতে আসা প্রবাসী শ্রমিকদের কোভিড-১৯ টিকার দুই ডোজ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধে সহজীকরণ নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। গতকাল মঙ্গলবার (২২ জুন) সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নগরীর আগ্রাবাদ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে প্রায় দুই হাজার প্রবাসী এসব দাবি জানান। মানববন্ধন শেষে প্রবাসীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের হাতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তিনটি দাবি রয়েছে- সুরক্ষা অ্যাপ চালু করে প্রবাসীদের নিবন্ধনের আওতায় আনা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে পাসপোর্ট ও বৈধ ভিসার ভিত্তিতে নিবন্ধন এবং জরুরি ভিত্তিতে দুই ডোজ টিকা দেওয়া নিশ্চিত করা। স্মারকলিপিতে বলা হয়েছে- কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে বিদেশগামী প্রবাসীদের ৩ নম্বরে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ৩ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করেও প্রবাসীরা টিকার বিষয়ে সমাধান পাচ্ছে না। প্রবাসীরা জটিলতা ছাড়া কোভিড টিকা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে দুবাই প্রবাসী মোহাম্মদ ইয়াসিন বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সরকার প্রবাসীদের টিকা দিচ্ছে। অথচ আমরা ঠিকমত টিকাগুলা পাচ্ছি না। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। আমরা সিভিল সার্জন কার্যালয়ে গেলে তারা আমাদেরকে শ্রমশক্তি ও কর্মসংস্থান অফিসে যেতে বলে। সেখানে গেলে তারা বলছে টিকার জন্য চেষ্টা চলছে, বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। তাদের এসব হয়রানিমূলক কর্মকান্ডের ফলে অনেক প্রবাসীর ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের চাকরি চলে যাচ্ছে। তিনি বলেন, আইসিটি বিভাগ থেকে যদি অ্যাপসটা খুলে দেওয়া হয়, তাহলে আমরা টিকার নিবন্ধনটা করতে পারতাম। এখন অ্যাপসটাও বন্ধ রয়েছে। আমাদেরকে দুটা টিকা নিয়ে সার্টিফিকেটটা নিশ্চিত করতে হবে। # ২২.০৬.২০২১ চট্টগ্রাম #