শিল্প সাহিত্য

আমাদের গল্পটা

-ঝিনুক জোবাইদা

অনিবার্য ছিলো দেখা হওয়া, তাই হলো।
যেদিন মেঘের মিনার থেকে অযুত নিযুত রডোডেনড্রণ ঝরে পড়লো,
যেদিন অমলধবল মেঘ এসে পড়লো কাশফুলের ঝালরে,
যেদিন  ঝরোকায় এসে ছুঁয়েছিল মেঘভাঙ্গা রোদখানি,
সেদিন তোমার আমার দেখা হয়েছিল।
সেটি ছিলো শরতের আকাশ,
সেটি ছিলো শ্যামল প্রান্তর,
কখনো অমলধবল মেঘ,
কখনো কাশফুল।
সেই থেকে শরতের মেঘবালক আর মেঘবালিকা তুমি আর আমি।
সেদিন মেঘদূত এসে তোমায় আমায় অনাবিল গ্রন্থিটি দিয়েছিল।
সেই থেকে
কখনো উড়ে যাওয়া, কখনো ঝরে পড়া,
কখনো নীলে, কখনো মিলে,
কখনো তটিনী, কখনো তরঙ্গ।
কখনো নদীর কিনারে,
কখনো মেঘের মিনারে।
এভাবেই বয়ে যাওয়া।