চলমান সংবাদ

আন্তনিও গুতেরেস দ্বিতীয় বারের মত পাঁচ বছর মেয়াদে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত —

আন্তনিও গুতেরেস

শুক্রবার জাতিসংঘের সাধারণ সভায় বর্তমান মহাসচিব আন্তনিও গুতেরেস দ্বিতীয় বারের মত পাঁচ বছরের জন্য সংস্হাটির মহাসচিব পদে পুন:নিয়োগ পেলেন। ২০২২ সালের ১ জানুয়ারী থেকে তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন। সংস্হার ১৯৩ সদস্যের সর্বসম্মতিক্রমে সুপারিশের ভিত্তিতে তিনি এ পুন:নিয়োগ পান। জাতিসংঘ সাধারন পরিষদের ৭৫ তম অধিবেশনের সভাপতি ভলকান বঝকির ৭২ বছর বয়সী গুতেরেসের নাম মহাসচিব হিসেবে ঘোষণা করেন। তিনি ১ জানুয়ারী ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস ৩০ এপ্রিল, ১৯৪৯ সালে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত এই পর্তুগীজ রাজনীতিবিদ পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী (১৯৯৫–২০০২) ও কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপূর্বে জুন, ২০০৫ থেকে ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এছাড়াও তিনি ইউরোপীয় কাউন্সিলের সভাপতি (২০০০–২০০০) হিসেবে নিয়োজিত ছিলেন।

#১৯ জুন ‘২১, আন্তর্জাতিক ডেস্ক#