চলমান সংবাদ

চবি গবেষকের দাবি চট্টগ্রামে ৭৮ শতাংশের দেহে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট

 চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের মধ্যে ৭৮ শতাংশই আফ্রিকান ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে দাবি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ১৪ জুন সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি উত্থাপন করেন। গবেষক দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফাংশনাল জিনোমিক অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরির অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রামের সাতটি ল্যাবে ৪২টি নমুনা সংগ্রহ করে করোনার ভ্যারিয়েন্ট বিশ্লেষণ করা হয়। এতে ৩৩টি দক্ষিণ আফ্রিকান (বিটা), ২টি ভারতীয় (ডেলটা), ৩টি নাইজেরিয়া (ইটা), ৪টি যুক্তরাজ্যের (আলফা) ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তবে চট্টগ্রামে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যাওয়ায় নতুন শঙ্কা তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত দুইজন রোগীর কেউই সম্প্রতি ভারতে যাননি এবং তারা ভারত ফেরত কারো সংস্পর্শেও আসেননি। ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন ফটিকছড়ি উপজেলার এবং অন্যজন চট্টগ্রাম নগরের বাসিন্দা। ফটিকছড়ি এলাকার রোগীকে খুঁজে পাওয়া গেলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন। গত ৮ মে ভারত থেকে দেশে আসা দুইজনের শরীরে প্রথম করোনার ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং আইসিডিডিআরবি যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। # ১৪.০৬.২০২১/চট্টগ্রাম #