শিল্প সাহিত্য

রুখসানা বিলকিস (শান্তা) এর কবিতা

কি লিখি তোমায় বল

 

কি লিখি তোমায় বল এ মাধুরী দিনে,

কি ইশারা খুঁজি সদাই ঐ দু’টি আঁখি পানে।

 

ঝরে পড়ে যার সারা গায়ে আলোকিত বালুরাশি,

তাকে যে আমি শুধুই ভালোবাসি।

 

যার সুরেলা কথায় ভুবন আমার ভোলায়,

যার রচিত কবিতা মুখর করে আমায়,

যাকে বলিনি আমার সিক্ত যুথির গাঁথা কথা মালা,

তার দেয়া সুখে জড়িয়ে রাখি দু’হাতে সোনার বালা।

 

যে রয় সদাই আমার ভিতর আর বাহিরে,

সে জাগায় মোর তৃষিত স্বাদ মনের ফেনিল লহরে।

 

কুসুমিত রবি ঘটা করে উঠে

যেন তারে আমি দেখিবারে পাই,

রক্তিম গগণ দেখিয়া খুশিতে

মোর কামনা প্রেম চারিদিকে বিলাই।

 

সাধনা জ্বালা জুড়ায় দেহে সমুদ্রে গাহন করি,

এই বুঝি সে

চুপিসারে এসে

‘ ভালোবাসি তোমায় ‘

বলবে দু’হাত ধরি।

 

রুখসানা বিলকিস (শান্তা) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী।