চলমান সংবাদ

শিক্ষা অফিসের আয়োজনে চট্টগ্রামে বিশ্ব মাসিক দিবস উদযাপিত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও ওসাপ বাংলাদেশের সহযোগিতায় চট্টগ্রামে বিশ্ব মাসিক দিবস উদযাপিত হয়েছে। গত রবিবার (৩০ মে) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষিকেশ শীল, কফিল উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর চট্টগ্রামের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার গোলাম মোর্শেদ। অনুষ্ঠানে ওসাপ বাংলাদেশের স্যানিটেশন লিড মো. হাবিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। ওসাপ’র প্রজেক্ট অফিসার সৌমেন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন সকল থানা শিক্ষা কর্মকর্তা ও সহকারী থানা শিক্ষা কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। এছাড়া ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে ওসাপ’র হাইজিন স্পেশালিস্ট আকলিমা খাতুন ন্যাশনাল হাইজিন সার্ভে-২০১৮ হতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, মাসিক একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। সকল ধরনের কুসংস্কারকে পরিহার করে এই সময় আরো বেশি স্বাস্থ্যাভ্যাস পালন করা আবশ্যক। আমাদের উচিত মাসিক বিষয়ক সকল নিরবতা ভেঙ্গে সচেতনতা বৃদ্ধিসহ বিদ্যালয় পর্যায়ে এই বিষয়টি নিয়ে আরো বেশি আলোচনা করা। # ০১.০৬.২০২১ চট্টগ্রাম #