চলমান সংবাদ

তীব্র গরমের পর বৃষ্টি স্বস্তির চেয়ে আতঙ্ক বেশি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গতকাল থেকে কখনো বজ্রসহ ভারী বৃষ্টি আবার কখনো হালকা বৃষ্টিপাত লেগে রয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমের পর এই বৃষ্টি নগরে যতটা না স্বস্তি যুগিয়েছে, তার চেয়ে বেশি জলাবদ্ধতার আতঙ্কের সৃষ্টি করেছে। পলিথিন ও আবর্জনায় বেশিরভাগ খাল-নালা ভরাট হয়ে যাওয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন খালের মুখে বাঁধ দেয়া ও স্লুইসগেট নির্মাণ কাজের কারণে গতবারের চেয়ে এবার জলাবদ্ধতা আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা নগরবাসীর। মঙ্গলবাল দিনভর থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও বিকাল সাড়ে ৩টা থেকে প্রায় সাড়ে ৪টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে করে নগরীর চকবাজারের কাঁচাবাজার থেকে রাহাত্তারপুল,কাপাসগোলার কিছু অংশ, কাতালগঞ্জ জাতিসংঘ পার্ক এলাকা, বাকলিয়ার বজ্রঘোণা,চাক্তাই-খাতুনগঞ্জ এলাকা,আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা,কর্ণফুলী শিশু পার্কসহ দক্ষিণ আগ্রাবাদের অধিকাংশ জলপ্লাবিত হয়েছে। এতে করে সংশ্লিষ্ট এলাকার অনেক দোকানপাট,ভবনের নিচতলায় পানি ঢুকে গেছে। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা ৬ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ১৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। কাল ২ জুন সন্ধ্যা ৬ টা পর্যন্তও বিরাজমান আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। মঙ্গলবার বিকালের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাপাসগোলা এলাকার বাসিন্দা সিকান্দার মিয়া বলেন, ভারী বৃষ্টি হলেই চকবাজার, কাপাসগোলা এলাকা প্লাবিত হয়ে যায়। এর কারণ হচ্ছে চট্টগ্রাম সরকারি মহসিন, চট্টগ্রাম সরকারি কলেজসহ সংশ্লিষ্ট দেবপাহাড় এলাকার সমস্ত পানি চকবাজারের উপর দিয়ে প্লাবিত হয়ে বারই পাড়া খালে এসে পড়ে। এলাকার নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়া, খাল দখল করে নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে পানির স্বাভাবিক প্রবাহ অনেকটাই বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই সড়কসহ নিচু এলাকার উপর দিয়েই পানি প্রবাহিত হয়। এই সমস্যা নিরসনে জনপ্রতিনিধিসহ সবাই প্রতিবছর আশ্বাসবানী শোনান কিন্তু আজ পর্যন্ত এই দুর্ভোগের অবসান হয়নি। এদিকে, চট্টগ্রামে বিরাজমান আবহাওয়া কাল সন্ধ্যা ৬ পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। এই ব্যাপারে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে সমগ্র অঞ্চল জুড়ে ভারী থেকে ভারী জল¯্রােতের সাথে অনেক জায়গায় বাতাস বয়ে যেতে পারে। তবে কোন ধরণের সতর্কতা সংকেত নেই। # ০১.০৬.২০২১ চট্টগ্রাম#