শিল্প সাহিত্য

জিললুর রহমানের কবিতা

ভাসমান

ভেসে যায়——রক্ত——ফিলিস্তিনি শিশুর বুকের
প্রমত্ত জোস্নায় ঘোলা পুকুরের জলে রক্ত ভেসে থাকে——
বিবর্ণ প্রাচীন আল আকসা——নীরব নিথর;
এখানে জেরুসালেমে——ঈশ্বরের নয়া নাম বীভৎসতা——
এইখানে মায়েরা বুকের রক্তে——ভাসিয়ে রেখেছে প্রেম
বিশ্বময় সকলেই ভাসি স্রোতে——
নেতানিয়াহু’র——জো বাইডেনের স্রাবশ্রোত
গাজায় চাঁদের রং গাঢ় লাল——
আসমানে——মেঘ ভাসে ——
লালে লাল——বীভৎসতা ভাসে ——

মাছ ও মানুষ

মাছেরা উড়ে আসে মাছেরা ভেসে যায়
রোদের কার্নিশে রোদের জানালায়
মাছেরা ঢুকে পড়ে আঁধার অন্ধিতে
মাছের মশকরায় ভুলেছি হিতাহিতে
মাছ ও মশকের ঘুচেছে ভেদাভেদ
নদীতে ওড়ে মাছ আকাশে জমে খেদ
এ ঘোর কলিকালে মাছ ও মানুষের
দেখি না ভেদাভেদ বুঝি না হের-ফের