সাইনবোর্ড বাংলায় লেখা না থাকায় চসিক’র জরিমানা
সাইনবোর্ডে প্রতিষ্ঠানের নাম বাংলায় লেখা না থাকায় নগরের ৮টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার (১৩ ফেব্রুয়ারি) চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। চসিক সূত্র জানায়, নিদের্শনা মোতাবেক বাংলায় সাইনবোর্ড না লেখায় স্টেশন রোডের দি এলিয়ানা হোটেল অ্যান্ড সুইটকে ৭ হাজার, নিউ মার্কেটের নিচতলার জেন্টেলম্যানকে ৪ হাজার, জেন্টেলপার্ককে ৪ হাজার, আরটেক্সকে ৪ হাজার, ব্লু-মুনকে ৩ হাজার, ট্রাফিককে ৩ হাজার, ইনফিনিটিকে ৪ হাজার ও প্রাইড শো-রুমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় লিখার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু অনেকেই নিয়ম মানছেন না। সর্তকতার পাশাপাশি ৭ টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। এই াভিযান অব্যাহত থাকবে। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন চসিক’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সহায়তা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।
# ১৩.০২.২০২২ চট্টগ্রাম #
