কবি শাহিদ আনোয়ার স্মরণে শিল্প সাহিত্য

আকাশের দিকে ওড়ে লাল মাফলার

– শাহিদ আনোয়ার

ক. পরের খবর ভুলতে পারি আপাতত
থাকুক দূরে দূরের নেতা চীন রুশ
সন্দেহ কী নির্যতিতের মুক্তি পথে
বাম-একতা আন্দোলনের ফুসফুস!

খ. হৃদয় আমার দোলে
শোকার্ত মিছিলের পুরোভাগে দোদুল কফিনে,
বন্ধু আমার, কালো
এ-ব্যাজ পরিয়ে দাও চোখের জলের মত জ্বলজ্বলে এই
আলপিনে।

গ. আমি বখে যাওয়া ছেলে, আমি ঢিল ছুড়ে মারি
মাছি ভন ভন এই রোঁয়া  ওঠা জেনারেল যদি নাড়ে ল্যাজ
সেলিনা আখতার তুমি প্রস্তুত রেখো, দেখো ভুলো না আবার
প্রিয় নীল শাড়িটির নীল আঁচলের কাটা নীল কিছু ব্যান্ডেজ

ঘ. আন্দোলনের ঐরাবতের কপালে লাল সিঁদুর পরাও, মাহুত হে
জমাট হাড়ের ওই পাহাড়ের মর্মমূলে ধস নাবেও
নষ্ট ঐ ভিটির কষ্টখানি সারিয়ে তোলো নম্র হাতের ছাপ বিছায়ে মাহুত হে
আঁকতে হবে, টকটকে লাল সিঁদুর ফোটা,ইতিহাসের রাঙা মেঘের
প্রস্তাবে।