টিইউসি নেতা আব্দুর রাজ্জাক স্মরণে শোকসভা অনুষ্ঠিত
আজ বিকাল ৩টায় টিইউসি কেন্দ্রীয় কমিটির সহ-সহসভাপতি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিকনেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যালয়ে।
সভায় সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত এবং সঞ্চালনা করেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।
সভায় বক্তারা বলেন, শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশের শ্রম আন্দোলনের এক নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি জীবনের প্রতিটি মুহূর্ত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তাঁর নেতৃত্বে ইনসাব সংগঠনটি দেশব্যাপী সংগঠিত হয়েছে এবং নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও মর্যাদা আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বক্তারা আরও বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন আপসহীন, নীতিনিষ্ঠ ও নির্লোভ এক শ্রমিকনেতা। তাঁর প্রয়াণে শ্রমিক আন্দোলন এক অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ, শ্রমিক শ্রেণির প্রতি গভীর ভালোবাসা এবং সংগঠন গঠনের সাহসিকতা নতুন প্রজন্মের শ্রমিকনেতাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, টিইউসি পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবু হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, সেন্ট মার্টিন হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, নারী নেত্রী রোজি সাহা প্রমুখ।
সভার শুরুতে প্রয়াত শ্রমিকনেতা আব্দুর রাজ্জাকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।