নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভা অনুষ্ঠিত

আজ সকাল ১০টায় সীতাকুণ্ডের কদম রসুলে অবস্থিত বিলস-ডিটিডিএ’র ওশ সেন্টারে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক নেতা মোহাম্মদ জামাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু এবং অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএমএফ-এর যুগ্ম সম্পাদক মোঃ আলী।
সভায় বক্তারা বলেন, দেশের ১৩টি শিপ ব্রেকিং ইয়ার্ড হংকং কনভেনশনের মানদণ্ড অনুযায়ী ‘গ্রিন শিপ ইয়ার্ড’-এর সনদ অর্জন করলেও, এখনো পর্যন্ত ২০১৭ সালে ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়িত হয়নি—এটি অত্যন্ত হতাশাজনক।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল কবির মিন্টু বলেন, “জাহাজভাঙা সেক্টরে অবকাঠামো ও প্রযুক্তির উন্নয়ন ঘটলেও শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবনমানের তেমন কোন উন্নয়ন হয়নি। শ্রমিকের জীবনমান উন্নয়ন ছাড়া কোনো গ্রিন শিপ ইয়ার্ডই প্রকৃত অর্থে টেকসই হতে পারে না।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল, অন্তত নতুন বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর উদ্যোগ দেখা যাবে। কিন্তু সে আশা পূরণ হয়নি। বরং শ্রমিকরা অসুস্থ হলে কল্যাণ তহবিল থেকে যে অনুদান পাওয়ার কথা, তাতে ১০% কর আরোপ করে সরকার চরম অমানবিকতার পরিচয় দিয়েছে।”
সভায় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরি বাস্তবায়ন, রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিক কল্যাণ তহবিলে আরোপিত কর প্রত্যাহারের দাবি জানান।
