চলমান সংবাদ

চট্টগ্রামের কোনো আসনে সীমানা বাড়েনি কমেনি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানায় চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ সংসদীয় আসনের মধ্যে কোনো আসনেই নির্বাচনী সীমানা কমেনি বা বাড়েনি। চট্টগ্রামের ১৬ আসনে কোনো নির্বাচনী এলাকায় স্থানীয় এমপি–বা স্থানীয় জনপ্রতিনিধি বা ভোটারের পক্ষ থেকে সীমানা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো অভিযোগ জমা পড়েনি।

সুতরাং উপজেলা নির্বাহী কর্মকর্তা–জেলা প্রশাসনের কার্যালয় এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত আগের (একাদশ জাতীয় সংসদের) নির্বাচনী সীমানা ঠিক রেখেই নির্বাচন কমিশন সারা দেশের মতো চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের সীমানার খসড়া গেজেড প্রকাশ করবে। তারপর চূড়ান্ত গেজেড প্রকাশ করা হবে। সেই নির্বাচনী সীমানায় ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চট্টগ্রামের ১৬ আসনে আগের (একাদশ জাতীয় সংসদের) নির্বাচনী সীমানা ঠিক থাকলেও বেড়েছে ভোটার–বাড়বে ভোট কেন্দ্রের সংখ্যাও। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকায় চট্টগ্রামের ১৬ আসনে ৫ লাখ ৫০ হাজার ৭৪৫ জন ভোটার বেড়েছে।

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৯ লাখ ৮৯ হাজার ২৩৫জন। এখন হালনাগাদসহ চট্টগ্রামের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩৯ হাজার ৯৮০জন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ‘২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের জানুয়ারিতে। দেখতে দেখতে ভোটের সময় এগিয়ে আসছে। তাই প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনী এলাকা পরিদর্শন করে ভোট কেন্দ্রের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।

অনেক উপজেলা থেকে ভোট কেন্দ্রের তালিকা জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে এবং অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র তৈরির কাজ চলছে বলে জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে। প্রত্যেক উপজেলা থেকে তালিকা আসার পর জেলা নির্বাচন অফিস থেকে খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি শুনানি শেষে চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। জেলা পর্যায়ে জাতীয় নির্বাচনের আগের ভোট কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করে তার একটি সঠিক তালিকা তৈরি করে জেলা অফিসে পাঠানোর জন্য উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

আগে নগরী ও উপজেলা পর্যায়ে যে সব স্থানে ভোট কেন্দ্র ছিল–সেসব স্থানে ভোট কেন্দ্রগুলো আছে কিনা; আগে যেখানে ভোট কেন্দ্র ছিল–সেখানে ভোট কেন্দ্রের পরিবেশ আছে কিনা; কোথাও কোনও বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে বা ভোটার বেড়েছে কিনা। আগের সম্ভাব্য ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে।’

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রামের ১৫টি উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১ হাজার ৮৯৮টি। আর বুথের সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৩টি। গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৫ উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্র ও ৮১৬টি ভোট কক্ষ বেড়েছিল।

ভোটার সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্নজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছিল বলে জানান জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। এবারও ভোটার সংখ্যা বৃদ্ধির ফলে কেন্দ্র সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন নির্বাচন অফিসের কর্মকর্তারা।