চলমান সংবাদ

নতুন বাজেটে যে সব জিনিষের দাম কমবে

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেটে জনস্বার্থে বাজেটে কিছু পণ্যের ভ্যাট, আমদানি শুল্ক, আগাম কর অথবা সম্পূরক শুল্কে ছাড় দেয়া হয়েছে। ফলে বিভিন্ন পণ্যের দাম কমতে পারে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। বাজেটে যেসব পণ্যের দাম কমবে— পোল্ট্রিফিড- রেয়াত সুবিধার প্রস্তাবের কারণে পোল্ট্রিফিডের দাম কমবে। ক্যানসার ওষুধ- রেয়াত সুবিধা বৃদ্ধি পাওয়ায় ক্যানসার প্রতিরোধক ওষুধের দাম কমবে। দেশীয় টাইলস- কাঁচামালের সম্পূরক শুল্ক তুলে দেওয়ার কারণে দেশীয় টাইলসের দাম কমবে। মূলধনী যন্ত্রপাতি- মূলধনী যন্ত্রপাতিতে শুল্ক কমানোর প্রস্তাবে যন্ত্রপাতির দাম কমবে। দেশীয় মোটরসাইকেল ও ওয়াশিং মেশিন- মোটরসাইকেলের যন্ত্রপাতি আমদানিতে রেয়াত সুবিধায় কমবে দেশীয় মোটরসাইকেলের দাম। কম্পিউটার- কম্পিউটার যন্ত্রাংশের আমদানিতে শুল্ক কমানোর কারণে দাম কমবে। টেক্সটাইল যন্ত্রপাতি- রেয়াত সুবিধায় টেক্সটাইল পণ্যের দাম কমবে। এছাড়া এলপিজি সিলিন্ডার, কম্প্রেসর ও খেলনায় রেয়াত সুবিধা দেওয়ায় দাম কমবে। দাম কমার সম্ভাবনা— দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের (এসি-ফ্রিজ) ভ্যাট অব্যাহতি সুবিধা অব্যাহত থাকছে। ফলে দেশে উৎপাদিত এসব পণ্য কম দামে মিলতে পারে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। # 03.06.2021 চট্টগ্রাম #