চলমান সংবাদ

ফুটপাতে মাল রেখে মামলার জালে ১০ জন, খাবারে অনিয়মে দণ্ডিত আরও ৪

নগরীর ফুটপাতে অবৈধ দখল হটাতে চান্দগাঁও থানার তিন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় রাস্তা ও ফুটপাতে মালামাল রাখার দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে ৫৭ হাজার টাকা জরিমানাও করা হয়। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ৪ ব্যবসায়ী গুণেছেন ৩৬ হাজার টাকার অর্থদণ্ড। সোমবার (৯ মে) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চসিকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর চান্দগাঁও আরাকান রোড, পুরাতন চান্দগাঁও ও মৌলভী পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এ অর্থদণ্ড ধার্য করে চসিকের ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় দু’টি দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয়। একইসঙ্গে পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকানদার ও ক্রেতাদের উদ্দেশে সতর্কতামূলক মাইকিং করা হয়। # ০৯.০৫.২০২২ চট্টগ্রাম #