চট্টগ্রাম বন্দর এলাকায় কর্মচারীদের ট্রেড ইউনিয়ন নিষেধাজ্ঞায় সিপিবির প্রতিবাদ।
সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় দেশের শ্রম আইনকে অমান্য করে চট্টগ্রাম বন্দর কর্মচারীদের ট্রেড ইউনিয়নে উপর নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি ) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশীদেরকে লিজ দেয়ার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক মত প্রকাশের উপর নিষেধাজ্ঞা মানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থারই প্রতিচ্ছবি।
দেশের প্রচলিত শ্রম আইন শ্রমিক কর্মচারীদের স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। চট্রগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ তিনটি টার্মিনাল বিদেশীদের লিজ দেয়ার প্রতিবাদ করায় ইতিমধ্যে বন্দরের কিছু কর্মচারীদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ ও চাপ প্রয়োগ করা হচ্ছে।
অবিলম্বে বন্দর কর্মচারীদের উপর হয়রানিমূলক ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, দমন নিপীড়ন ও হয়রানি করে বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। দেশপ্রেমিক জনগণ এটা মেনে নেবে না, বন্দর ইজারা দেওয়া সাম্রাজ্যবাদের দালালদের হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসী প্রতি আহ্বান জানান।
সরকার বন্দর এলাকায় শান্তিপূর্ণ সভা সমাবেশ ও ট্রেড ইউনিয়ন নিষেধাজ্ঞা দিয়ে দেশের প্রচলিত শ্রম আইন সরকার নিজেরই অমান্য করেছে।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ চট্টগ্রাম বন্দর এলাকায় ট্রেড ইউনিয়ন, শান্তিপূর্ণ সভা সমাবেশ ও মানুষের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশে প্রচলিত আইন ও শ্রম আইন এবং আইএলওর কনভেনশন মেনে চলার জন্য সরকারের প্রতি আহবান  জানান।
