বিশ্বসাহিত্য কেন্দ্রে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান স্থগিত
‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে জড়ো হওয়া কয়েকজনের আপত্তির মুখে স্থগিত হয়ে গেছে স্রোত আবৃত্তি সংসদের আয়োজন করা রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণ অনুষ্ঠান। ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক এই কবিতা আবৃত্তি অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলার ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু সন্ধ্যা ছয়টার দিকে ১০–১২ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে প্রশ্ন তোলে কেন ‘ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীদের’ হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হলো। তারা অভিযোগ করে, এ ধরনের আয়োজনের মাধ্যমে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে। পরে কেন্দ্রের নোটিশ বোর্ড থেকে অনুষ্ঠানের নাম মুছে ফেলা হয়।
ঘটনাস্থলে আয়োজকদের কাউকে দেখা না গেলেও স্রোত আবৃত্তি সংসদ তাদের ফেসবুক পেজে এক পোস্টে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয়। সেখানে বলা হয়,
“মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তির সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রক্ত আমাদের প্রেরণার উৎস। নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-সুকান্ত আমাদের বোধকে শাণিত করে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংস্কৃতিকর্মী হিসেবে যেকোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান। আর তাই আজকের অনুষ্ঠান স্থগিত করা হলো।”
এর আগে ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’র সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠানটির বিরোধিতা করেন।