চলমান সংবাদ

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে ফিরেছেন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। রবিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাত তিনটার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই ফিরেছেন এবং হুইলচেয়ারে করে তাকে উড়োজাহাজ থেকে নামানো হয়। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. নওশাদ খান।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, “তিনি সম্পূর্ণ সাধারণ যাত্রীর মতো ফিরেছেন, কোনো বিশেষ আনুষ্ঠানিকতা ছাড়াই।”

এর আগে, গত ৭ মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছিলেন। জানা গেছে, তার বিরুদ্ধে কিশোরগঞ্জে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে দেশত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়েছে। মামলাটি ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগে করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।