ভিআইপি টাওয়ার শপিং মল শ্রমিক ইউনিয়নের তলবি সভা অনুষ্ঠিত: শ্রম অধিকার আদায়ের জোর দাবি
আজ বিকেল ৩টায় চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভিআইপি টাওয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভিআইপি টাওয়ার শপিং মল শ্রমিক ইউনিয়নের একটি জরুরি তলবি সভা। সংগঠনের নেতা মঈন উদ্দিন মোঃ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি শ্রমিক সমাজ। অথচ আজও তাদের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। শ্রম আইন ও আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা বহু ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে।”
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর আলম, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান এবং শ্রমিক নেতা মোঃ নূরে আরফান প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া, শ্রম আইন অনুযায়ী নৈমিত্তিক, পীড়া, অর্জিত ও উৎসব ছুটি প্রদান এবং সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা প্রতিটি মালিকপক্ষের জন্য বাধ্যবাধকতা রয়েছে। তদ্ব্যতীত দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করালে দ্বিগুণ হারে মজুরি প্রদানের আইন থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত হচ্ছে না। শ্রম বিধিমালার ১১১(৫) ধারা অনুসারে শ্রমিকদের বছরে দুইটি উৎসব বোনাস পাওয়ার অধিকার থাকলেও, ভিআইপি টাওয়ার শপিং মলের মালিকগণ এসব নিয়ম মানছেন না—যা উদ্বেগজনক।
বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, এসব অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য। তারা বলেন, যদি মালিকপক্ষ ও সরকারি সংস্থাগুলো এ বিষয়ে সচেতন না হয়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সভায় শ্রমিক ইউনিয়নের নাম পরিবর্তন, চাঁদার হার ও অফিসের ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্তসহ শ্রম বিধিমালার সাথে সামঞ্জস্য রেখে ইউনিয়নের ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তদ্ব্যতীত, সংগঠনের কার্যকরী কমিটির নির্বাচনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ হারুনুর রশিদকে চেয়ারম্যান এবং মোঃ ইউনুস ও শংকর দাশকে সদস্য মনোনীত করা হয়।
শ্রমিকদের স্বার্থে সংগঠনের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ আগামী দিনগুলোর জন্য একটি শক্তিশালী বার্তা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
