তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সভায় উদ্বেগ -চট্টগ্রাম বন্দর ও করিডোর দেয়ার সাম্রাজ্যবাদী চক্রান্ত প্রতিহত করুন

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ দেয়ার পাঁয়তারা, রাখাইন করিডোর/চ্যানেল দেয়ার চেষ্টা করা এবং চট্টগ্রাম সিইপিজেড’এ কাতারকে অস্ত্র তৈরির কারখানার অনুমতি দেয়ার পাঁয়তারা একটি বিশাল সাম্রাজ্যবাদী চক্রান্ত। এতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই চক্রান্তে বাংলাদেশের একটি অঞ্চল সাম্রাজ্যবাদী ভূ-রাজনৈতিক প্রক্সি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি তৈরি করতে পারে। তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি চট্টগ্রামের উদ্যোগে গতকাল আয়োজিত একটি সভায় এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গত শনিবার (২৪ মে) সন্ধ্যায় নগরীর হাজারী লেইনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কবি-সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা, সাবেক বন্দর সিবিএ নেতা নূরুচ্ছাফা ভূইয়া, গণমুক্তি ইউনিয়নের রাজা মিয়া, নজরুল ইসলাম, সিপিবি নেতা প্রদীপ ভট্টাচার্য, বাসদ নেতা মহিন উদ্দিন, চিকিৎসক নেতা ডাক্তার আরিফ বাচ্চু, চারন সংস্কৃতিক সংগঠনের আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা রায়হান উদ্দিন, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, এডভোকেট হারাধন চন্দ্র দে, শ্রমিক নেতা ফজলুল কবির মিন্টু, সাংবাদিক প্রীতম দাশ, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি টিকলু কুমার দে প্রমূখ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাভজনকভাবে কার্যক্রম পরিচালনা করার পরেও এই আধুনিক ও লাভজনক টার্মিনালটির প্রতি দেশি-বিদেশি কায়েমি স্বার্থবাদী শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে। টার্মিনালটি বিদেশী কোম্পানির কাছে ইজারা দেয়ার ব্যাপারে সাম্প্রতিক সময়ে আমরা যে আলোচনার শুনছি এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছি। দেশের স্বার্থ বিরোধী এসব সাম্রাজ্যবাদ ও তার দেশীয় এজেন্টদের ষড়যন্ত্র-চক্রান্তের চক্রান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
