শীর্ষ খবর:
চলমান সংবাদ

মাতারবাড়ীতে বিতর্কিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের পরিবেশ প্রভাব সমীক্ষা অনুমোদনে এলাকাবাসীর উদ্বেগ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ প্রভাব সমীক্ষা(EIA) রিপোর্টের সাম্প্রতিক অনুমোদন দেয়ায় মাতারবাড়ির জনগণ উদ্বেগ জানিয়েছে।

সংশপ্তক, ক্লিন, বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (BWGED) এবং মাতারবাড়ির জনগণের উদ্যোগে গতকাল এ বিষয়ে এক বিশেষ প্রচারাভিযানের আয়োজন করা হয়। এই প্রচারাভিযানে সংশ্লিষ্ট নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রকল্পটির পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা ও প্রতিবাদ জানানো হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান সরকারের অংশ থাকাকালীন সময়ে কীভাবে এ ধরনের বিতর্কিত প্রকল্পের ইআইএ রিপোর্ট অনুমোদিত হলো, তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ক্লিন, বিডাব্লিউজিইডি এবং স্থানীয় সংগঠনগুলোর উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে ও এর অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে একাধিক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছিল।

এছাড়াও, ক্লিন, বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (BWGED) এবং অন্যান্য পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ঢাকা ৬৩৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে, প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে এবং এর ভূমি ইজারা বাতিলের আহ্বান জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে খোলা চিঠি পাঠানো হয়েছিলো।