চলমান সংবাদ

চট্টগ্রামে বাংলাদেশ মহিলা পরিষদের শীত বস্ত্র বিতরণ

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে পাথরঘাটা জেলে পাড়ায় ১৯জানুয়ারি দরিদ্রদের মাঝে ৪৫জনকে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীত বস্ত্র (কম্বল) বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যাপক লতিফা কবির এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি অধ্যাপক শেলী দে, সুগতা বড়ূয়া, অর্থ সম্পাদক অধ্যাপক পূর্বা দাশ, পরিবেশ সম্পাদক মিতা ঘোষ, সমাজ কল্যান সম্পাদক শিক্ষক স্বপ্না বড়ুয়া, আন্দোলন সম্পাদক জেসিন্তা ডায়েস, সদস্য শুভ্রা চক্রবর্ত্তী সহ অন্যান্য সদস্যবৃন্দ।