চলমান সংবাদ

‘এ্যাপোলো-ইমপেরিয়াল’ নাম ব্যবহার না করতে সিভিল সার্জনের চিঠি

চট্টগ্রাম মহানগরীর খুলশী জাকির হোসেন সড়কে প্রতিষ্ঠিত ‘ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডকে’ লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। ‘ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড’ নামে লাইসেন্স নিলেও গত এক বছর ধরে প্রতিষ্ঠানটি ‘এ্যাপোলো-ইমপেরিয়াল হসপিটাল’ নামে পরিচালিত হচ্ছে। বিষয়টি নজরে আসায় গতকাল ৩ ডিসেম্বর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি দেন। চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে এ্যাপোলো-ইমপেরিয়াল হাসপাতাল নামযুক্ত সমস্ত সাইনবোর্ড, প্রচারপত্র ও অফিসিয়াল দস্তাবেজ অপসারণ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় বিধি মতো ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

সিএসসি/শা-১/২০২৩/৫০০৪/৩৮ নং স্মারকমূলে ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া সিভিল সার্জনের চিঠিতে বলা হয়, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড এর কার্যক্রম এ্যাপোলো ইমপেরিয়াল নামে পরিচালিত হচ্ছে। প্রথমত ভিন্ন নামে কার্যক্রম পরিচালনা বিধিপরিপন্থি এবং বিভ্রান্তিকর। দ্বিতীয়ত- যেহেতু চিকিৎসা সেবা স্পর্শকাতর বিষয়। বিধিমতে নাম পরিবর্তন ব্যতিরেকে সকল বিলবোর্ড, বিজ্ঞাপন, অফিসিয়াল প্যাড, পত্র যোগাযোগ, সর্বক্ষেত্রে লাইসেন্স অনুযায়ী ইমপেরিয়াল হাসপাতাল নামে পরিচালনা একান্ত অপরিহার্য ও বিধিসম্মত। তৃতীয়ত- স্বাস্থ্য অধিদপ্তরকর্তৃক ইস্যুকৃত ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড ব্যতীত অন্য কোনো নাম সংযোজন বিয়োজন করে স্থাপিত বিলবোর্ড, সাইনবোর্ড, বিজ্ঞাপন, অফিসিয়াল প্যাড, পত্র যোগাযোগ ইত্যাদি অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড আগামী ১০ দিনের মধ্যে অপসারণ ও লাইসেন্স এর সাথে সংগতিবিহীন কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

চিঠিতে আরো উল্লেখ করা হয়, ‘বর্ণিতাবস্থায়; সেবা গ্রহিতাগণ প্রতারণা ও বিভ্রান্তির সম্মুখীন না হওয়া এবং জনস্বার্থে উপরোক্ত নির্দেশনা আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো। অন্যথায় বিধিমতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’