চলমান সংবাদ

জীবন যুদ্ধ

গতকাল চট্টগ্রামের একে খান মোড়ে চাল বহনকারি একটি চলন্ত ট্রাক হতে চাল পড়ে গেলে ঐ চালগুলো শহরের অন্যতম ব্যস্ত সড়কের মাঝ বরাবর বসে জীবনের ঝুকি নিয়ে কুড়িয়ে নিচ্ছেন একজন অসহায় দরিদ্র নারী। হয়তো চালগুলোর মূল্য তার কাছে তার জীবনের চেয়েও বেশি।