পটিয়ায় ১০ দফা দাবিতে ক্ষেত মজুর সমিতির মানববন্ধন
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ১০ দফা দাবিতে পটিয়ায় মানববন্ধন করেছে সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার মহাসড়কের পটিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সারাদেশ দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
সমাবেশে এই অবস্থা থেকে পরিত্রান পেতে গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ করা, রেশনিং ব্যবস্থা চালু করা, গরিব মানুষ বাঁচাও, ষাটোর্ধ মজুরদের বিনা সঞ্চয়ে পেনশন চালু এবংদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাসহ ১০ দফা দাবি জানানো হয়।
সংগঠনের বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে ও প্রবীর দাশ পূজনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মো. জসিম উদ্দিন, পুলক কুমার দাশ, শওকত আলী, সুকোমল দে, মোহাম্মদ আলী, এনামুল হক মঞ্জু, শহিদুল ইসলাম, জোছনা আকতার খানম, শ্যামল দে, খালেদা বেগম প্রমুখ।
# ২০/১০/২০২৩, পটিয়া